Blog Post এর Link বা URL টি Copy করার নিয়ম | How to copy your blog post link or URL

আমরা অনেকেই আছি সর্বপ্রথম ব্লগে পোস্ট করার পর কিভাবে Blog post এর link বা URL টি copy করতে হয় এই বিষয়টি জানি না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। যারা এ বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জন্য আমার এই লেখাটি। আজ আমি আলোচনা করব কিভাবে খুব সহজেই আপনি আপনার Blog Post এর Link বা URL টি Copy করবেন। এর জন্য মনোযোগ সহকারে আমার লেখাটি পড়তে থাকুন আপনাদেরই উপকারে আসবে।


Blog Post এর Link বা URL টি Copy করার নিয়ম


Blog Post এর Link বা URL টি Copy করার নিয়মঃ

 ১. সর্বপ্রথম আপনাকে যে কোন ব্রাউজারে গিয়ে আপনার ব্লগ এর যে পোস্টটির link copy করতে চান উক্ত পোস্টটি ওপেন করুন। অর্থাৎ ব্লগ পোস্ট এর উপর ক্লিক করুন।

 
Note: আমি Google Chrome গিয়ে ১ টি post open করলাম।


২. পোস্টটি ওপেন করার পর সার্চ বার দেখতে পারবেন।

৩. তারপর সার্চ বারে ক্লিক/ Tap করবো।

৪. পেন্সিল আইকনে ক্লিক করবো।

৫. পেন্সিল আইকনে ক্লিক করলে লিংকটি সার্চ বারে দেখাবে।

৬. এবার সার্চ বারে লিংকটি চাপ দিয়ে ধরে রাখবো।
 
৭. তাহলে লিংকটি সিলেক্ট হবে।

৮. লিংকটি চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় দেখবেন copy লেখা আছে।

৯. আপনারা copy লেখায় ক্লিক করবেন।

১০. তাহলে লিংকটি copy হয়ে যাবে।

১১. এবার লিংকটি যেকোনো জায়গায় paste করতে পারবেন।

Note: Blog post এ Internal link তৈরি করার জন্য Blog post এর link বা URL টি copy করার প্রয়োজন হয়।


 আমাদের blog post এর link অনেক ক্ষেত্রেই copy করার প্রয়োজন হয়। আপনারা যদি আমার লেখাটি মনোযোগ সহকারে পড়েন এবং আমি যেভাবে লিখেছি এগুলি ফলো করেন তাহলে অতি সহজেই আপনারা যে কোন blog পোস্টের Link or URL কপি করতে পারবেন।


আরো পড়ুন

Gboard App Setting
Gp internet offer 2022
 

 click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশাকরি, আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url