How to Recover Gmail Account Easily | Recovery ফোন নাম্বার ও recovery email ছাড়া gmail recover

আশা করি বন্ধুরা ভালো আছেন। আজ আমি খুব সহজেই আপনারা কিভাবে আপনার জিমেইল একাউন্ট রিকভার করতে পারেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আশা করি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে এর জন্য মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।


How to Recover Gmail Account Easily

 খুব সহজে gmail recover করবেন কিভাবে 

জিমেইল রিকভারি করা খুবই সহজ। আপনি নিজে এই কাজটি করতে পারেন। এজন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই।

আরো পড়ুন 

computer keyboard shortcuts a to z 

১. একটি ব্রাউজার ওপেন করতে হবে। 

২. Gmail Account Login লিখে সার্চ করবেন। 

৩. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে Sign in - Google Accounts লেখা লিংকটিকে ক্লিক করবেন।

৪. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনার জিমেইল টি লিখে দিবেন।

৫. তারপর  Next  ক্লিক করবেন।

৬.যে ইন্টারফেস দেখতে পাবেন, পাসওয়ার্ড যেহেতু মনে নাই সেহেতু Forgot password? লেখায় ক্লিক করতে হবে।

৭.যে ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে আপনার লাস্ট পাসওয়ার্ড টি দিতে হবে।

৮. আমি ধরে নিলাম আমার লাস্ট পাসওয়ার্ড ও মনে নাই।

৯. তাহলে আমরা  Next লেখার বাম পাশে Try another way লেখায় ক্লিক করব। 

১০.তারপরে আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসবে।

১১. উক্ত পেজে একটি সংখ্যা দেখতে পাবেন।
 

১২. Resend it এ ক্লিক করব। 

১৩. ক্লিক করার পর উপরে যে সংখ্যাটি ছিল সেটি পরিবর্তন দেখাবে। 

১৪. আপনি আপনার ফোনে একটি মেসেজ দেখতে পাবেন।

১৫. মেসেজটিতে ক্লিক করবেন এবং Yes,it's me লেখায় ক্লিক করব। 

১৬. এরপর আপনি দেখতে পাবেন লাস্টে যে সংখ্যাটি দেখিয়েছিল ওই  সংখ্যাটি এখানে কোনটিতে আছে।

১৭. উক্ত  সংখ্যাটিতে ক্লিক করবেন। 

১৮. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে দুটি  বক্স দেখতে পারবেন। 

১৯. প্রথম বক্সটিতে Create password ও দ্বিতীয় বক্সটিতে Confirm লেখা দেখতে পাবেন।

২০. Create password ও Confirm পাসওয়ার্ড দিতে হবে। 

২১. দুইটি বক্সে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর Next a ক্লিক করবেন।

২২. Gmail account এর ডান পাশে উপরের icon a ক্লিক করে  বুঝতে পারবেন আপনি যে password টি দিয়েছেন ওটি দিয়ে আপনি login করতে পারছেন।

Note: এটি মূলত আপনার gmail টি যে যে ডিভাইসে login আছে ওই ডিভাইস গুলো দিয়ে কোনরকম Recovery ফোন নাম্বার এবং Recovery email ছাড়াই Recover করতে পারবেন।

 এই ভাবেই আপনি খুব সহজে  gmail account টা Recover করতে পারেন।

 

আরো পড়ুন

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
নগদ ব্যালেন্স চেক কোড 2022


click here


আমার সাইটটিতে ভিজিট করার জন্য  সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটে ভিজিট করবেন।এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার সাইটটি ভিজিট করুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url