খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ | Upay mobile recharge

আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন। আপনারা সবাই প্রায় উপায় মোবাইল ব্যাংকিং এর নাম শুনেছেন। এটি বর্তমানে জনপ্রিয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি নাম। আজ আমি উপায় একাউন্টের মাধ্যমে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। তাহলে এ বিষয় সম্পর্কে খুব সহজেই পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

 

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ

উপায় মোবাইল রিচার্জ করার সহজ নিয়ম

বর্তমানে জনপ্রিয় অনেকগুলি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা রয়েছে। এর মধ্যে উপায় অন্যতম। উপায় এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ব্যালেন্স চেক করা, সেন্ড মানি, মোবাইল রিচার্জ থেকে শুরু করে আরো অনেক ধরনের সুযোগ  সুবিধা পেতে পারেন। সেজন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। অনেক সুযোগ সুবিধা থাকার কারণে অনেকেই উপায় ব্যবহার করছে। এই কারনে উপায় ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 Click here

জীবন বদলে দেওয়ার মতো বাণী

মোবাইল দিয়ে জিমেইল ফোল্ডার তৈরি
টেলিগ্রাম ব্যবহারের সুযোগ-সুবিধা গুলি

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ 

উপায় একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার অত্যন্ত সহজ। আপনি নিজেই এই কাজটা করতে পারেন যদি আপনার উপায় একাউন্ট থেকে থাকে। এর জন্য আপনার অন্য কোথাও যার কোন প্রয়োজন নেই।


১. সর্বপ্রথম আপনাকে mobile recharge করার জন্য মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *268# লিখে ডায়াল করবেন।

২. যে ইন্টারফেস আসবে, mobile recharge কত নম্বর অপশনে আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

Note: আমার mobile recharge লেখাটি 2 নম্বরটিতে আছে। তাই আমি cancel লেখার উপরের লাইনে 2 লিখে send  এ ক্লিক করব।

৩. যে ইন্টারফেস আসবে, সেখানে যে  উপায় নাম্বারে রিচার্জ করবেন cancel লেখার উপরের লাইনে নাম্বারটি লিখে send এ ক্লিক করবেন।

৪. যে ইন্টারফেস আসবে, সেখানে prepaid লেখাটি কত নম্বর অপশনটিতে আছে উক্ত নাম্বারটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করতে হবে।


Note: আমার 1 নম্বরটিতে prepaid কথাটি লেখা আছে। তাই আমি cancel লেখার উপরের লাইনে 1 লিখে send এ ক্লিক করব।


৫. Enter Amount অর্থাৎ আপনি কত টাকা উপায় নাম্বারটিতে রিচার্জ করবেন তার পরিমাণটি এখানে লিখে দিতে হবে।

৬. সর্বশেষ উপায় PIN নাম্বারটি দিয়ে send এ ক্লিক করতে হবে।

৭.  send এ ক্লিক করার পর আপনি মোবাইলে কত টাকা রিচার্জ হয়েছে এটি দেখতে পারবেন।




পরিশেষে বলা যায়, উক্ত লেখাটি যদি আপনি খুব ভালোভাবে পড়েন। তাহলে আশা করি এর জন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। অন্য কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই উপায় একাউন্ট থেকে অল্প সময়ের মধ্যে খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন এবং অন্য  যে কাউকে রিচার্জ করে দিতে পারবেন।

 

click here

বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

 Important question of the World cup football 2022
Fifa world cup football 2022




click here



লেখাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয়ের তথ্য আমার সাইটে পাবেন। যে বিষয়গুলি আপনাদের কোন না কোন উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url