How to create gmail account without mobile number | খুব সহজেই কোন ফোন নাম্বার ছাড়াই জিমেইল একাউন্ট খুলুন

হ্যালো বন্ধুরা সকলে ভালোই আছেন।বর্তমান সময়ে জিমেইল একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। যারা মোবাইল ব্যবহার করেন প্রত্যেকটি মানুষের কাছে জিমেইল একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এমন হয় আপনি কোন ফোন নাম্বার ছাড়াই জিমেইল একাউন্ট খুলতে চান তাহলে কিভাবে খুব সহজেই কাজটি করতে পারবেন। এই বিষয়টি নিয়েই আজকে আমার আলোচনা। আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে। এর জন্য ধৈর্য ধরে পোস্টটি পড়তে থাকুন।

 

How to create gmail account without mobile number

 খুব সহজেই মোবাইল নাম্বার ছাড়া gmail অ্যাকাউন্ট তৈরি করুন

আপনি নিজেই কোন মোবাইল নাম্বার ছাড়াই জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। এজন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি লেখাটা খুব ভালোভাবে পড়েন।


Click here

মোবাইল দিয়ে ইমেইল পাঠানোর সহজ উপায়

১.  গুগল প্লে স্টোরে গিয়ে উপরের দিকে ডান পাশে ছবির icon দেখতে পাবেন।ওখানে ক্লিক করবেন।

২. যে ইন্টারফেস দেখতে পারবেন, তারপর ডান পাশে এরো চিহ্নে ক্লিক করবেন।

৩.Add another account  ক্লিক করবেন।

৪. আপনার পাসওয়ার্ড বা প্যাটার্ন লক যদি দেওয়া থাকে সেটি দিয়ে ওকে করবেন।

৫. যে ইন্টারফেস দেখবেন, নিচের দিকে Create account  ক্লিক করবেন।

৬. তারপর দুইটি লেখা দেখবেন, For myself
  এবং To manage my business.

৭. আপনি For myself লেখায় ক্লিক করবেন।

৮. তারপর যে ইন্টারফেস দেখতে পাবো, First name দিতে হবে এবং Sunname দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন।

৯. যে ইন্টারফেস আসবে,  Date of birth দিতে হবে।

১০. Day, Month, Year লিখে দিবেন। তারপর Gender male na female সেটি দিয়ে Next এ ক্লিক করবেন।

১১. যে ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনাকে দুটি ইমেইল অ্যাকাউন্ট সাজেস্ট করতে পারে।

১২. পছন্দ হলে আপনি ওখানে ক্লিক করবেন তাহলে ঐটিতে জিমেইল অ্যাকাউন্ট তৈরি হবে। আর যদি জিমেইল অ্যাকাউন্টটি পছন্দ না হয় তাহলে Create your own Gmail address লেখায় ক্লিক করবেন।

১৩. তারপর তো বক্সে আপনার পছন্দমত একটি জিমেইল লিখে দিবেন।

১৪. পূর্বে ব্যবহৃত কোনো জিমেইল বা যদি কেউ অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে উক্ত জিমেইল তৈরি হবে না। তাই আপনাকে ইউনিক একটি জিমেইল লিখে দিতে হবে। এর জন্য আপনি স্টার চিহ্ন, ডলার চিহ্ন, @, &,%,# প্রভৃতি চিহ্ন নামের সাথে যুক্ত করতে পারেন।

১৫. জিমেইলটি লিখে দেওয়ার পর  Next  ক্লিক করবেন।

১৬. যে ইন্টারফেস আসবে সেখানে পাসওয়ার্ড দিবেন।

১৭. তারপর যে ইন্টারফেস আসবে,সেখানে Phone number দিতে বলবে।

১৮. আপনি নিচের দিকে বাম পাশে  Skip লেখায় ক্লিক করবেন, তারপর  Next এ  ক্লিক করবেন।

১৯. দেখতে পাবেন, Privacy and Terms লেখাগুলি পড়ে নিতে পারেন । তবে আপনার হাতে যদি সময় কম থাকে এগুলো  না পড়লেও কোন সমস্যা নাই।

২০. Privacy and Terms লেখার একেবারে নিচের দিকে I agree লেখায় ক্লিক করবেন।

২১. তারপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনার মোবাইলে জিমেইল এড্রেসটি অ্যাড হয়ে যাবে।

২২. প্লে স্টোর এর উপরে দিকে ডান পাশে আইকনে ক্লিক করবেন। তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে একটু নিচে দেখতে পাবেন আপনি যে জিমেইলটি খুলেছেন সেটি অ্যাড হয়েছে।

           পরিশেষে বলা যায়, আপনি এভাবে খুব সহজেই কোন মোবাইল নাম্বার ছাড়াই জিমেইল একাউন্ট তৈরি করতে পারেন।


  আরো পড়ুন

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

How to recover gmail account easily 

 computer keyboard shortcuts a to z  


click here


আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটে ভিজিট করবেন। এরকম অনেক প্রয়োজনীয় তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি, উক্ত তথ্য গুলি আপনাদের কোন না কোন উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url