How to open Gmail account in Android | Create new gmail account

জিমেইল একাউন্ট আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন : youtuber চালানো, google প্লে স্টোর ব্যবহারের ক্ষেত্রে,অনলাইন ইনকাম করতে, ব্যবসার ক্ষেত্রে ইত্যাদিতে জিমেইল একাউন্ট এর প্রয়োজন হয়। তাই আপনার জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা জানা অত্যন্ত জরুরি। কারণ আপনার যে কোন  সময়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতে পারে। আর এর জন্য আপনার যদি জানা থাকে তাহলে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই যখন ইচ্ছা তখন জিমেইল একাউন্ট খুলতে পারেন। আজ আপনাদের শেখাবো কিভাবে একটি জিমেইল একাউন্ট তৈরি করবেন।

 

how to open Gmail account in Android

কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন

জিমেইল একাউন্ট খোলার জন্য গুগলের যে কোন একটি অ্যাপ্লিকেশন থেকে খুলতে পারেন। যেমনঃ  Google play store,  google chrome, google drive, gmail application, তাছাড়া মোবাইল ফোনের সেটিং এ গিয়েও খুলতে পারেন।

আমি google chrome থেকে কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় এটি আপনাদের শেখাবো।

ইমেইল আইডি বা জিমেইল একাউন্ট খোলার নিয়মঃ

১.আপনাকে জিমেইল একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম ডাটা কানেকশন বা Wi-Fi লাইন অন করতে হবে।

২. Google chrome তে গিয়ে সার্চবারে Create Gmail account  লিখে সার্চ দিব।

৩. যে ইন্টারফেস আসবে, সেখান থেকে Create a Gmail account - Gmail Help লেখায় ক্লিক করবেন।

৪. ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে।

৫. Create an account এ ক্লিক করবেন।

৬. যে ইন্টারফেস আসবে, সেখানে একটি ফর্ম দেখতে পাবেন।

৭. Create your Gmail account লেখা দেখতে পাবেন।

৮. ওখানে আপনার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে।

৯. প্রথমে First name দিতে হবে।

১০. তারপর Last name দিতে হবে।

১১. তারপর user name দিতে হবে।

Note: আপনি যে user name দিবেন উক্ত নাম টি Email Id হয়ে যাবে।

১২.নিচে Password দিবেন।

১৩. user name দেওয়ার পর যদি That user name is taken. try another. লেখা আসলে বুঝতে হবে নামটি পূর্বে ব্যবহৃত হয়ে গেছে।

১৪. তাই উক্ত নামটি চেঞ্জ করে দিতে হবে।

১৫. নিচে available  user name দেখতে পাবেন। ওখান থেকে যে কোন ১টি নাম select করতে পারেন।

১৬. এরপর, পরপর ২টি স্থানে একই Password দিবেন।

১৭. Password দেওয়ার পর Next এ ক্লিক করবেন।

১৮. যে ইন্টারফেস আসবে, Phone number দিবেন।

১৯. আপনার জন্ম মাস, দিন,  বছর লিখে দিবেন।অর্থাৎ   Month     Day        Year  লিখে দিবেন।

২০. তার নিচে দেখবেন Gender অর্থাৎ পুরুষ হলে male দিবেন এবং নারী হলে Female দিবেন।

২১. তারপর Next এ ক্লিক করবেন।

২২. যে ইন্টারফেস আসবে, Verify your phone number লেখার নিচের দিকে Send option এ ক্লিক করবেন।

২৩. Send option এ ক্লিক করার পর Google থেকে আপনাদের phone৬ ডিজিটের ১টি code যাবে ।

২৪. Phone থেকে code টি লিখে দিবেন এবং Verify তে ক্লিক করবেন।

২৫. যে ইন্টারফেস আসবে, Get more from your number লেখার নিচে Yes. I'm in এ ক্লিক করবেন।

২৬. তারপর Privacy & Terms লেখা আছে ওখান থেকে নিচের দিকে I agree লেখায় ক্লিক করবেন।

২৭. ক্লিক করলে Gmail account খুলে যাবে। এবার আপনি জিমেইলের ইন্টারফেস দেখতে পাবেন।


২৮. Gmail account এর যে password বা
id দিয়েছিলেন এটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে।

পরিশেষে বলা যায়, প্রত্যেকেরই একটি জিমেইল একাউন্ট থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ জিমেইল একাউন্ট ছাড়া আপনি আপনার ইউটিউব, অনলাইনে ইনকাম,প্লে স্টোর ব্যবহার করতে পারবেন না। আর ব্যবহার করতে গেলে জিমেইল একাউন্ট বা ইমেইল আইডি লাগবেই। তাই আপনার অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম শেখার প্রয়োজন আছে।উক্ত বিষয় নিয়েই আমার লেখা।


আরো পড়ুন

How to find out Wi-Fi password 
Google play protect scan করার নিয়ম

 click here



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, আমার সাইটটি আপনারা আবারও ভিজিট করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাইটটিতে পোস্ট করে থাকি। আপনারা ভিজিট করলে উক্ত লেখাগুলি পড়তে পারবেন এবং আপনাদেরই উপকারে আসবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url