বিকাশে টাকা ফিরিয়ে আনার উপায় | বিকাশে ভুলে অন্য নাম্বারে টাকা গেলে করণীয়।

 বিকাশ হচ্ছে বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা। বিকাশে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকার কারণে অধিকাংশ মানুষই বিকাশ ব্যবহার করে। বিকাশ অনেক কিছু আপডেট করেছে। বিষয়টি অনেকেই জানেন না যে, বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত পাওয়ার উপায় রয়েছে। এ বিষয়ে আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা ভালো। আজ আমি আপনাদের আলোচনা করব অতি সহজেই বিকাশে ভুল নাম্বারে টাকা দিলে ফিরিয়ে আনার উপায় সম্পর্কে। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে।

 

বিকাশে টাকা ফিরিয়ে আনার উপায়

আমরা দুইটি ভাবে বিকাশে টাকা সেন্ড করতে পারি।

যথাঃ
১.  যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই
২.  যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে

আরো পড়ুন 

জীবন বদলে দেওয়ার মতো বাণী
ছাদে টবে থাই জামরুলের অধিক ফলন 
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

আজ আমি আপনাদেরকে যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই উক্ত নাম্বারে টাকা চলে গেলে ফিরিয়ে আনার সঠিক উপায় বলে দেবো :

        
যে নম্বরে এখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি যদি এমন কোন নাম্বারে ভুল করে টাকা পাঠালে তা সহজেই আপনি ফিরে পেতে পারেন।

        অনেক সময় এজেন্টের কাছে সঠিক নাম্বার দেওয়ার পর এজেন্ট ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। এর ফলে আমরা সমস্যায়পড়ি। আমরা বিষয়টি বুঝতে পারলেও
এজেন্টকে বললে এজেন্ট সরাসরি যে ভুল নাম্বারে টাকাটি গিয়েছে সেখানে ফোন করতে বলেন। আমরা ফোন করি কিন্তুু এটা করলে অধিকাংশ ক্ষেত্রে টাকা ফেরত আসার
সম্ভাবনা খুবই কম থাকে।

 ভুলে যে ব্যক্তির  নাম্বারে টাকা যায় তিনি চালাকি করেন। ফোন ও টাকা পেয়ে অনেক সময় ফোন অফ করে রাখেন, ফোন কেটে দিতে পারেন, নাম্বার ব্লক করে দিয়ে থাকেন, টাকা ফেরত দিতেও পারেন আবার নাও দিতে পারেন।

আবার, অনেক সময় এমনও হয় আমরা নিজেরাই আমাদের বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি  করতে যেয়ে ভুল নাম্বারে টাকাটা সেন্ড করি এরকম ধরনের সমস্যার সমাধান রয়েছে অধিকাংশ মানুষই এই বিষয়টি
সম্পর্কে অবগত নন।

ভুল করে অন্য number এ টাকা গেলে আমরা বিষয়টি যার mobile এ টাকা যাবে তাকে জানাব না। ভুল নাম্বারে টাকা গেলে প্রথমে দেখবো যে, নাম্বারটিতে টাকা গিয়েছে উক্ত নাম্বারটি তে বিকাশ আছে কিনা এটি অত্যন্ত সহজ একটি বিষয়।

বিকাশে ভুল নাম্বারে টাকা দিলে তা ফিরিয়ে আনার উপায় নিম্নরূপঃ

        .  সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহারের জন্য Google Play store  থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

         ২. তারপর বিকাশ অ্যাপ এ আপনার বিকাশ একাউন্টটি লগইন করুন।

          ৩. বিকাশ অ্যাপ এ ঢুকলে দেখতে পাবেন বিকাশের সকল সার্ভিস গুলো। এখান থেকে আপনারা সেন্ড মানি বক্সটিতে ক্লিক করবেন।

         ৪. টাকা পাঠানোর পর বিকাশ আপনাকে একটি message দিবে।
 
         ৫.  বিকাশ অ্যাপ এ গিয়ে send money তে ক্লিক করব তারপর সেখানে ১টি লেখা দেখতে পাবেন।

লেখা আছে, রিকুয়েস্ট করা বিকাশ অব্যবহারকারী। অর্থাৎ আমি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছি যে নাম্বারটিতে বিকাশ খোলা নেই।

        ৬. পাশে বাতিল লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আমি যে সেন্ট মানি টা করলাম এটি বাতিল করে দিতে পারি।

        ৭.  মেয়াদ ও উল্লেখ থাকবে অর্থাৎ আনুমানিক দুই থেকে তিন দিন সময় দিবে। এই সময়ের মধ্যে সেন্ড মানি বাতিল করতে পারবেন।

Note:  যে নাম্বারে আপনি টাকাটা সেন্ট করেছেন তিনি যদি টাকাটা তুলে নেন তাহলে উক্ত অপশনটি কাজ করবে না।
       
       ৮.  টাকাটা ভুলে চলে গেলে তা খুব দ্রুত বাতিল করতে চাইলে send money তে গিয়ে  বাতিলে ক্লিক করবেন।

        ৯. বাতিলে ক্লিক করার পর লেখা আসবে  -  

আপনি কি সেন্ড মানি রিকুয়েস্টটি বাতিল করতে চান।
                                        না          হ্যা

আমরা হ্যা তে ক্লিক করব।

       ১০.  হ্যা তে ক্লিক করার পর বিকাশ থেকে আরেকটি message আসবে।

       ১১.  message এ লেখা থাকবে যে number টিতে send money করা হয়েছে সেটি বাতিল করা হয়েছে। আমার টাকা আমার accountফিরিয়ে দেওয়া হয়েছে। 

 

পরিশেষে বলা যায়, ভুলে অন্যের number এ টাকা গেলে এটি তাকে জানাবেন না। সে টাকাটা তুলে নেওয়ার পূর্বে তার অজান্তে আপনি পদক্ষেপ নিতে পারবেন

 

আরো পড়ুন

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফিরিয়ে আনার চারটি উপায়

Gp Internet Offer 2022

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়



আমার সাইটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।  এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমার সাইটটিতে পাবেন। আশা করি,আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url