Present perfect continuous tense structure and example

 আজ আমি আপনাদের সহজে বোঝানোর জন্য Present Perfect Continuous Tense  নিয়ে আলোচনা করব। আপনারা  মনোযোগ দিয়ে পোস্টটি পড়তে থাকুন।


present perfect continuous tense structure and example

Present Perfect Continuous Tense:

                কোন কাজ পূর্বের কোন নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমানকালেও চলছে এরূপ বোঝালে Present Perfect Continuous Tense হয়।  অর্থাৎ পূর্ব হতে আরম্ভ হয়ে একটি কাজ এখনো চলতেছে বা হইতেছে এরূপ বোঝাবে।

              কোন কাজ অতীতকালে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝালে তা Present Perfect Continuous Tense হয়।


আরো পড়ুন

FIFA world cup football 2022
জীবনে করণীয় বিষয়
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়


Structure( গঠন প্রণালী ) :

  ১. নির্দিষ্ট সময় বোঝাতে:

            Subject + have been/has been+মূল verb এর সাথে ing + since +extention( পরিপূরক অংশ )

   ২. অনির্দিষ্ট সময় বোঝাতে:

            Subject + have been/has been +মূল  verb এর সাথে ing + for + extention( পরিপূরক অংশ )


উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো:

     ১. নির্দিষ্ট সময় বোঝাতে Since :

উদাহরণ:
*সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since morning. ( নির্দিষ্ট করে বোঝাচ্ছে  অর্থাৎ সকাল হতে তাই since বসেছে )

*They have been enjoying  since birth.
*You have been reading since 9a.m.
*He has been living at Gulshan since 1998.
*Have you been fighting  since saturday last?
(অর্থাৎ  saturday নির্দিষ্ট কারণ তা সপ্তাহের ৭ দিনের মধ্যে একটি নির্দিষ্ট দিন)

    

২.অনির্দিষ্ট সময় বোঝাতে for :

উদাহরণ:
*I have been waiting  for four hours.
*We have been living here for nine years.
*Mita has been reading for two hours.
( কোন সময়ের চারঘন্টা নির্দিষ্ট উল্লেখ নেই )
*It has been raining for two days.( কোন দুই দিন তা নির্দিষ্ট নেই)  

 

 পরিশেষে বলা যায়, কোন কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে বোঝালে Present  Perfect Continuous Tense হয়।

 

Click here

টেলিটক সিম 4G করার নিয়ম 
Future perfect continuous tense formula and examples
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

 

click here


আশা করি, আপনারা সহজেই Present Perfect Continuous Tense  বুঝতে পেরেছেন। তবে বাসায় চর্চা করতে হবে তাহলে অবশ্যই সহজ মনে হবে। আমার সাইটে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা রাখি, আপনারা আবারও আমার সাইট ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment