Present Perfect Tense Structure and Example

আজ আমি আপনাদের present perfect tense আলোচনা করব আপনারা ধৈর্য্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।



present perfect tense structure & examples

  Present perfect tense: 

কোন কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে  কিন্তুু উহার ফল এখনও বিদ্যমান আছে।
অর্থাৎ কোন ক্রিয়ার কাজ বর্তমানের কোন এক সময়ে শেষ হয়েছে তাকে Present Perfect Tense বলে।

আরো পড়ুন  

Past Indefinite Tense Examples
Past perfect tense structure
মাগুরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার     
Important question of the world cup football 2022

Past Perfect Continuous Tense Rule and Examples

পরাজিত না হওয়া 


বাংলায় চেনার উপায়:

                     বাংলা ক্রিয়ার শেষে য়াছি,য়াছো, য়াছেন  etc থাকবে।

অতীত নির্দেশক শব্দ যেমন গতকাল, গতবছর, গত রাতে, অনেক আগে etc থাকবে।



উদাহরণ:
         রিপন এই কাজটি করিয়াছে ( Ripon has done this work.)



Structure :

Subject + have/has + verb এর past participle form(V3) + extension( পরিপূরক অংশ )



উদাহরণ:
        I have received your letter.( আমি তোমার চিঠি পেয়েছি)
        I have eaten.( আমি খেয়েছি)
        I have not yet taken my meal.
        (আমি এখনো খাইনি)
         
subject third person singular number হলে অর্থাৎ he, she, it, কোন ব্যক্তি বস্তুু বড় জায়গা বা প্রাণীর নাম বুঝালে subject এর পরে has বসবে।

       plural subject হলে have বসবে।

I, you, we, they, any plural  = have বসবে।
he, she, it, any singular  = has বসবে।


 
উদাহরণ:
       সে ঢাকা গিয়েছে

       He has gone to Dhaka.


      আমি সময়মত তোমার ইমেইল পেয়েছি।
       I have received your email in time.

      আমি কাজটি শেষ করেছি।
     I have finished  the work.
    
      আমরা খেয়েছি-We have eaten.
      তুমি /তোমরা খেয়েছো-You have eaten.
(plural subject তাই have বসেছে  )



সে খেয়েছে- He/ She has eaten.
(third person singular number তাই has বসেছে )
      

     তারা খেয়েছে-They have eaten.
     রাম খেয়েছে--Ram has eaten.
     রাম ও রহিম খেয়েছে-Ram and Rahim have eaten.

 

( ২টি 3rd person singular number subject কে একসাথে and দিয়ে যুক্ত করা হয়েছে তাই have বসেছে )



* কোন বাক্যে just, just now, already,  recently,  earlier, yet, today etc থাকলেও Present perfect tense হয়।

পরিশেষে বলা যায়, ক্রিয়ার  কাজ শেষ হয়ে গেছে কিন্তুু তার ফল এখনো বিদ্যমান কাজ শেষ হলেও তার ফল এখনো বর্তমানে উপস্থিত  এরূপ বোঝাতে present perfect tense ব্যবহার করা হয়।

 

 Click here

Positive, comparative and superlative degree details

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম
Past perfect continuous tense examples
টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড

ছাদে টবে থাই জামরুলের অধিক ফলন


click here 


Tense অত্যন্ত সহজ একটি বিষয়। আপনারা যদি মনোযোগ সহকারে লেখাটি পড়েন এবং  বাসায় চর্চা করেন তাহলে সুন্দর করে নিজেরাই বাক্য গঠন করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আশা করি, আমার সাইট আবারও ভিজিট করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url