বিকাশ ব্যালেন্স চেকের নিয়ম। বিকাশ ব্যালেন্স চেক করার দুইটি পদ্ধতি।

বিকাশ হচ্ছে বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা। বিকাশ থেকে ব্যালেন্স চেক করা অত্যন্ত সহজ। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে বিকাশ থেকে অতি দ্রুত খুব সহজেই মোবাইল দিয়ে বিকাশের ব্যালেন্স চেক করা যায়।

বিকাশ ব্যালেন্স চেকের নিয়ম

দ্রুত বিকাশ থেকে মোবাইল দিয়ে ব্যালেন্স চেক  করার নিয়মঃ

বিকাশ থেকে মোবাইলে ব্যালেন্স চেক করা অত্যন্ত সহজ। আমাদের কাউকে টাকা পাঠানোর সময় আমাদের বিকাশে কত টাকা আছে সেটা জানার প্রয়োজন হয়ে পড়ে বা আমরা অনেক সময় মার্কেটে কেনাকাটা করি বিকাশের মাধ্যমেই টাকাটা পরিশোধ করি এর জন্য আমাদের প্রয়োজন হয় বিকাশ ব্যালেন্স চেক করার।


আরো পড়ুন

জামরুলের মোরব্বা

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

ছাদে টবে থাই জামরুলের অধিক ফলন

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

মোবাইলে বিকাশ ব্যালেন্স চেক করার পদ্ধতি নিম্নরূপঃ

খুব সহজেই ২টি পদ্ধতিতে আমরা বিকাশ ব্যালেন্স চেক করতে পারি।

পদ্ধতি ২টি নিম্নরূপঃ

১. বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে
২. কোড ডায়াল করে

বিকাশের ২টি পদ্ধতিই অত্যন্ত সহজ। আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ২টি পদ্ধতি নিয়েই আলোচনা করব।


১.বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমেঃ

          বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে অতি সহজেই মোবাইলে বিকাশ ব্যালেন্স চেক করতে পারেন।

বিকাশ অ্যাপ থেকে ব্যালেন্স চেক করার  পদ্ধতি নিম্নরূপ :

        ক.  সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য Google Play store  থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিবেন।
        .  বিকাশ অ্যাপ আইকন এ ক্লিক করুন।

        গ.  তারপর আপনার বিকাশ একাউন্ট এর PIN দিয়ে Log in করুন। তারপর Next এ ক্লিক করুন।

       ঘ.  আপনার নামের নিচে ব্যালেন্স বাটন এ একবার Tap করুন।

      ঙ.   আপনি সাথে সাথেই আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।

ব্যালেন্সটি কয় এক সেকেন্ড স্কিনে থাকার পর অটোমেটিক চলে যাবে।

২. কোড ডায়াল করেঃ

           খুব সহজেই কোড ডায়াল করে দ্রুত
বিকাশের ব্যালেন্স চেক করা যায়।  আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপটি না থাকে সে ক্ষেত্রে কোড ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারেন।

Note: বাটন মোবাইলে কিন্তুু বিকাশ অ্যাপস ব্যবহার করা যায় না সে ক্ষেত্রে কোড ডায়ালের প্রয়োজন হয়।


কোড ডায়াল করে ব্যালেন্স চেক করার পদ্ধতি  নিম্নরূপ :


        .  প্রথমে মোবাইলে ডায়াল এ গিয়ে *247#  লিখে ডায়াল করবেন, যে SIM এ বিকাশ খোলা আছে উক্ত SIM এ।

        খ .  যে ইন্টারফেস আসবে সেখানে ব্যালেন্স চেক করার জন্য My bkash কত নাম্বারে আছে উক্ত নাম্বারটি Cancel লেখার উপরে লিখে দিবেন, তারপর SEND এ ক্লিক করবেন।
 
Note:   আমার   9. My bKash কথাটি লেখা আছে। তাই আমি cancel লেখার উপরে 9 লিখব, তারপর SEND এ ক্লিক করব।

       গ.  যে ইন্টারফেস আসবে 1. Check Balance অপশনটি পাব। CANCEL উপরে 1 লিখে SEND এ ক্লিক করব।
 
       ঘ.  যে ইন্টারফেস আসবে সেখানে PIN number দিয়ে SEND এ ক্লিক করব।


আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স কত আছে সাথে সাথে তা দেখতে পারবেন। আপনার সেটে মেসেজ আকারে দেখতে পাবেন।

 

পরিশেষে বলা যায়, বিকাশ এ ব্যালেন্স চেক করার পদ্ধতি অনেক সহজ। আপনারা পোস্টটি মনোযোগ সহকারে পড়লে  অন্য কারো সাহায্য ছাড়াই নিজেরাই মোবাইল থেকে বিকাশের ব্যালেন্স চেক করতে পারেন।


আরো পড়ুন

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ

বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

 


click here



আমার সাইটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার সাইটে লেখালেখি করি।আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url