how to use mouse easily | আপনি মাউসের গুরুত্বপূর্ণ ব্যবহার জানেন কি

 আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন।আজ আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মাউসের ব্যবহার নিয়ে আলোচনা করছি। এর জন্য সকলকে পোষ্টটি পড়ার জন্য অনুরোধ রইলো। আশা করি,এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে।


how to use mouse easily

আপনি মাউসের গুরুত্বপূর্ণ ব্যবহার জানেন কি

মাউসের ব্যবহার সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই স্বল্প সময়ের মধ্যে অনেক কাজ সুন্দরভাবে করতে পারেন।তাই আপনাদের মাউসের ব্যবহার জানা উচিৎ |

 আরো পড়ুন

 Merchant bkash app payment  

 how to Banglalink new internet offer

 জীবন বদলানো বাণী

 আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়


 মাউসের গুরুত্বপূর্ণ ব্যবহার

ক. link আলাদা Tab এ open করতে চাইলে

১. গুগলে সার্চ অপশনে যেকোনো একটি বিষয় লিখে সার্চ করব।
২. যদি অনেকগুলো লিংক এ ক্লিক করতে চাই সেক্ষেত্রে মাউসের চাকার উপর ক্লিক করলে ঐ লিঙ্কটা আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হবে।


খ. ওপেনকৃত link কেটে দিতে

১. অনেকগুলি লিংক ওপেন হলে কেটে দেওয়ার ক্ষেত্রে আপনি ক্রস চিহ্নে কেটে না দিয়ে, মাউসের চাকায় ওই লিংকের উপর ক্লিক করলে প্রত্যেকটা লিংক অটোমেটিক কেটে যাবে।


গ. মাউসের মাধ্যমে একটি লেখা select করতে

১. মাউসের মাধ্যমে সিলেক্ট করুন খুব সহজেই।
২. গুগলে গিয়ে যেকোনো একটা শব্দ লিখে সার্চ দেবেন।
৩. তারপর যেকোনো একটি ওয়ার্ড সিলেক্ট করতে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন।
৪. তাহলে লেখাটি select হবে।


ঘ. সম্পূর্ণ লেখা select করতে

১. যদি পুরো লেখাটি সিলেক্ট করতে চান, তাহলে মাউসের লেফট বাটন দিয়ে লেখার উপর তিনটা ক্লিক করবেন।
২. তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হবে। এটি যেকোনো জায়গার লেখা হতে পারে।


ঙ. Restore Down করতে করণীয়

১. কোন folder ওপেন করে যদি ফোল্ডারটি মাঝখানে নিতে চান, তাহলে উপরের খালি অংশে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন।
২. তাহলে ব্রাউজার বা পেজটি মিডিলমাইস হয়ে যাবে।
৩.  আবার বড় করতে চাইলে উপরের ওই একই অংশে ক্লিক করবেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে।


চ. Folder minimize করতে

১. কম্পিউটারে আমরা অন্য কোন কাজ করতে চাইলে তখন আমরা খুব সহজেই সকল Folder minimize মাউস ও কিবোর্ড এর মাধ্যমে করতে পারি।
২. কিবোর্ড থেকে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন এ চাপ দিয়ে ধরে D তে ক্লিক করবেন।
৩. তাহলে সব ফাইলগুলি বা ফোল্ডার বা ব্রাউজার মিনিমাইজ হয়ে যাবে।
৪. আগের নিয়মে দিলে,স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন এ চাপ দিয়ে ধরে D তে ক্লিক।
৫. আবার সামনে প্রত্যেকটা ফোল্ডার চলে আসবে বা ওপেন হবে।


ছ. কিবোর্ড দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ অফ করুন

১. স্টার্ট বা উইন্ডোজ বাটন এবং alt বাটন এ  চাপ দিয়ে ধরে f4 এ ক্লিক করবেন।

২. তারপর ok তে ক্লিক করবেন।
৩. তাহলে কম্পিউটার বা ল্যাপটপটি অফ হবে।


জ. search tool এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছুর খোঁজ

১.search tool এর জন্য আমি একটি ফোল্ডারে চলে যাব।
২. ফোল্ডারে গিয়ে ওপেন ফোল্ডার করব।
৩. তারপর f3 তে ক্লিক করব।
৪. তাহলে মাউসের কার্সর সার্চ অপশনে চলে আসবে।
৫. সেখানে যে কোন কিছু লিখে সার্চ করতে পারি। যেমনঃ ভিডিও, অডিও, file, image বা অন্য কিছু।  অর্থাৎ যে তথ্যগুলি ওখানে আছে।



পরিশেষে বলা যায়, আপনাদের অবশ্যই মাউসের এরকম ধরনের শর্টকাট ব্যবহার প্লিজ জেনে রাখা উচিত। কারণ আপনারা যদি কম্পিউটারে একসাথে অনেক কাজ করতে চান তাহলে শর্টকাট বিষয়গুলো জানলে কাজগুলি করতে খুবই কম সময় লাগবে। আপনার কাজ করেও ক্লান্তি বোধ হবে না। অনেক ভালোই লাগবে।


আরো পড়ুন 

  জামরুলের মোরব্বা 

 আপেলের বীজ থেকে  চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

 Important question of the world cup football 2022

 how to open gmail account in Android

 Windows 10 computer দিয়ে wi-fi চালানোর সহজ উপায়


click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমার সাইটটিতে আমি লিখে থাকি। আশা করি সেগুলি পড়লে আপনাদের অনেক উপকারে আসবে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url